২৭ বলে ঝোড়ো ফিফটি ইমনের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০১ জুন ২০২৫

টি-টোয়েন্টি ক্যারিয়ারটা শুরু করেছেন মারকুটে সেঞ্চুরি দিয়ে। এবার হাফসেঞ্চুরিও নিজের স্টাইলেই তুলে নিলেন পারভেজ হোসেন ইমন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন তিনি।

২৭ বলেই ফিফটি হাঁকিয়েছেন ইমন। এই প্রতিবদেন লেখা পর্যন্ত ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮০ রান। ইমন ২৭ বলে ৫২ আর তানজিদ তামিম ২১ বলে ২৫ রানে অপরাজিত আছেন।

লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে বাংলাদেশ। ব্যক্তিগত ৬ রানে যদিও ক্যাচ তুলে জীবন পান তানজিদ তামিম। হাসান আলির বলে বাউন্ডারিতে কঠিন ক্যাচটি ধরতে পারেননি ফাহিম আশরাফ।

অন্যদিকে পারভেজ হোসেন ইমন চালিয়ে খেলতে থাকেন। তার মারকুটে ব্যাটিংয়ে ৫.৩ ওভারেই পঞ্চাশ পার করে বাংলাদেশ। তানজিদ তামিমের সঙ্গে পাওয়ার প্লেতে ৬ ওভারে ৫৩ রানের জুটি গড়েন ইমন।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।