জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রীতি ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৮ পিএম, ২৬ জুলাই ২০২৫

জুলাই পুনর্জাগরণ-২০২৫ উপলক্ষে আজ ২৬শে, শনিবার জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি এন্ড সিইও ড. সাফিকুর রহমান ৷

পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলী এই চারটি দল টুর্নামেন্টে অংশ নেয়। তুমুল প্রতিদ্বন্দ্বীতা তৈরি হয়ে প্রতিটি দলের মধ্যে। ফাইনালে টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ ওভারে পাঁচ রান নিয়ে চ্যাম্পিয়ন জয় মেঘনা দল। জয়ের জন্য তাদের দরকার ছিল ১১৮ রান। অপরাজিত চ্যাম্পিয়ন দলটি। রানার্সআপ হয় পদ্মা দল। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রাব্বি।

biman airline

অনুষ্ঠান শেষে বিমানের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ শাকিল মেরাজ সবাইকে ধন্যবাদ জানা। বিমানের কর্মী ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানওয়ার হোসেন, হাসানুজ্জামান (ঝড়ু) সহ একদল তরুণ তুর্কির সমন্বয়ে গঠিত কমিটি টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব পালন করেন। ম্যাচ আম্পায়ারিং করছেন বিমান কর্মী ও বিসিবি অনুমোদিত আম্পায়ার জনাব হায়দার।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।