ত্রিদেশীয় সিরিজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৫ রানেই অলআউট বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ৩১ জুলাই ২০২৫

জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৫ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের যুবারা। অর্থাৎ জিততে হলে প্রোটিয়াদের করতে হবে ১৭৬।

হারারেতে টসভাগ্য বাংলাদেশের পক্ষেই ছিল। টস জিতে ব্যাটিং বেছে নেন যুবা অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

কিন্তু শুরু থেকেই প্রোটিয়া বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ২২ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার জাওয়াদ আবরার (৭) আর রিফাত বেগ (৯)।

রিজান হোসেনকে নিয়ে প্রাথমিক বিপর্যয় অনেকটা সামলে উঠেছিলেন অধিনায়ক আজিজুল তামিম। রিজান ফেরেন ৩৮ বলে ১৭ করে। এরপর আবার উইকেট হারানো মিছিল শুরু হয়।

অধিনায়ক তামিমও হাফসেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি। ৮১ বলে ৫ চার আর ২ ছক্কায় ৫৯ রান করে ফেরেন তিনি। ১১৭ রানে তখন ৫ উইকেট হারায় বাংলাদেশ। ১৩০ রানে হারায় ৮ উইকেট।

তবে একটা প্রান্ত ধরে শেষ পর্যন্ত লড়াই করে গেছেন কালাম সিদ্দিকী। সঙ্গীর অভাবে ৬১ বলে ৩ চার আর ১ ছক্কায় ৪৯ রানে অপরাজিত থেকে যান তিনি। ৪৪.৫ ওভারে ১৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা যুবদলের জেসন রয়েলস ৩টি আর এনটানডো সনি ও বায়ান্ডা মাজুলা নেন ২টি করে উইকেট।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।