বিপিএল ফাইনাল

তামিমের ব্যাটে উড়ন্ত শুরু রাজশাহীর

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২৬

বিপিএলের ফাইনালে মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স আর চট্টগ্রাম রয়্যালস। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে চট্টগ্রাম।

দেখেশুনে শুরু করেছে রাজশাহী। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট হারায়নি তারা। তুলেছে বিনা উইকেটে ৪০ রান।

পাওয়ার প্লের পর হাত খোলেন তানজিদ হাসান তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে রাজশাহীর সংগ্রহ বিনা উইকেটে ৫৩ রান। সাহিবজাদা ফারহান ২২ বলে ১৯ আর তানজিদ হাসান তামিম ১৯ বলে ৩৪ রানে অপরাজিত আছেন।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।