সিনেমায় নাম লেখালেন কোহলি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮

২০০৮ সালের প্রথমবারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলির। আন্তর্জাতিক মঞ্চে দশটি বছর কাটিয়ে এখন নতুন ‘অভিষেকের’ সামনে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

অবাক হওয়ার কিছু নেই। ভারতের অধিনায়ক নিজেই জানান দিয়েছেন নিজের নতুন অভিষেকের কথা। স্ত্রী আনুশকা শর্মার পথে হেটে কোহলি নিজেও নাম লিখিয়েছেন সিনেমায়। যেখানে তার অভিষেক ঘটতে যাচ্ছে চলতি মাসের ২৮ তারিখে।

‘ট্রেইলার: দ্য মুভ্যি’ নামক সিনেমার মধ্য দিয়ে বলিউডে নাম লেখাচ্ছেন কোহলি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের প্রোফাইলে মুভ্যির একটি পোস্টারের ছবি আপলোড দিয়ে কোহলি লিখেন, ‘দশ বছর পরে আরেকটি অভিষেক, অপেক্ষার তর সইছে না।’ মুভ্যির পোস্টার থেকেই জানা যায় এ মাসের ২৮ তারিখে শুরু হবে মুভ্যির কার্যক্রম।

আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের পর থেকে নিয়মিতই টেলিভিশন বিজ্ঞাপনে দেখা গিয়েছে কোহলিকে। আনুশকা শর্মার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে একটি পূর্ণাঙ্গ টিভি কমার্শিয়ালে অংশ নিয়েছিলেন দুজন। আর এবার রঙ প্রোডাকশনের ব্যানারে প্রথমবারের মতো সিনেমা ইন্ডাস্ট্রিতে নাম লেখাচ্ছেন তিনি।

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।