শায়েস্তাগঞ্জ টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন কদমতলী একাদশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ক্লেমন টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ পৌরসভার নিজগাঁও বেঙ্গল ক্লাব ও শায়েস্তাগঞ্জ ইউনিয়নের কদমতলী একাদশের মধ্যকার ফাইনাল ম্যাচে কদমতলী একাদশ জয়লাভ করে। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন ফজলুল হক নজির।
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর আয়োজনে ও শায়েস্তাগঞ্জ নিউ ব্রাদার্স ক্রিকেট ক্লাবের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুস সামাদ, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, খেলাধুলা মানুষকে অপরাধ থেকে দূরে রাখে, শরীর রাখে সুস্থ। মন থাকে ভাল। তাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব সরকার। বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধন করেছে বলেই বাংলাদেশ বিশ্ব মানচিত্রে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।
কামরুজ্জামান আল রিয়াদ/এসএএস/এমকেএইচ