২৫০ রানও তাড়া করা কঠিন হবে: সিডন্স

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০৩ এপ্রিল ২০২২

ডারবানের কিংসমিডে তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ৭৫ রানে এগিয়ে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি এবং আলোর স্বল্পতার কারণে যখন তৃতীয় দিনের খেলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এ সময় দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের স্কোর ছিল কোনো উইকেট না হারিয়ে ৬ রান।

চতুর্থ দিন প্রোটিয়াদের কোথায় থামাতে পারলে বাংলাদেশের জন্য নিরাপদ হবে, কোথায় চলে গেলে আমাদের বিপজ্জনক হবে- সে সম্পর্কে কথা বলেছেন টাইগারদের ব্যাটিং কোচ জেমি সিডন্স। তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছেন, ‘আগামীকাল (আজ) প্রথম সেশনে ৬০-৭০ রানের মধ্যে ৩-৪টা উইকেট তুলে নিতে পারলেই ম্যাচে ফিরবে বাংলাদেশ।’

কত রান বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে, সে সম্পর্কে সিডন্স বলেন, ‘২৫০ রান তাড়া করে জেতাটা হবে অনেক কঠিন কাজ। এটা এখন খুবই কঠিন টেস্ট হয়ে দাঁড়িয়েছে। যেটার মোড় ঘোরানো কঠিন।’

স্পিনারদের মোকাবেলা করা কঠিন হবে মন্তব্য করে সিডন্স বলেন, ‘আমি দেখেছি শান্ত স্পিন বোলিং করেছে। সে আমাদের মূল স্পিনার নয়। তবুও তার বল টার্ন করেছে। সুতরাং, তাদে স্পিনাররা আজ (শনিবার) ও গতকাল (শুক্রবার) দারুণ বোলিং করেছে। রান তাড়া করার সময় ওদের স্পিনারদের, বিশেষ করে মহারাজকে খেলাটা হবে খুবই কঠিন।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।