আমি সবসময় আফিফকে দেখি বাংলাদেশ দলে: সুজন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০৬ মে ২০২৩

আয়ারল্যান্ড সফরে নেই। তারপরও তার বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। খোদ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে আফিফ হোসেন ধ্রুবর ব্যাপারে নেতিবাচক কিছু বলেননি।

যার কোচিংয়ে তিনি ঢাকার ক্লাব ক্রিকেট খেলছেন, সেই আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনও আফিফের ব্যাপারে খুবই পজিটিভ। তিনি আফিফকে বিশ্বকাপ স্কোয়াডে রাখার পক্ষে।

সুজন কিছুতেই মানতে নারাজ যে, আফিফ বিশ্বকাপ ভাবনায় নেই। প্রতিভাবান এই ব্যাটারকে নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় অবশ্যই সে আছে। দেখা যাক, সামনে কী হয়। আফিফ আমাদের জন্য, বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার।’

সুজনের সোজাসাপ্টা কথা, ‘আমি সবসময় আফিফকে দেখি বাংলাদেশ দলে। আফিফের ছোটখাটো যে ভুলত্রুটি আছে, সে চেষ্টা করছে সেগুলো কাটিয়ে ওঠার। এখনো সে তরুণ। তার যথেষ্ট সামর্থ্য আছে। ওর মতো খেলোয়াড় আমাদের জন্য সহজে পাওয়া সম্ভব না। যে কিনা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’

আাবাহনী কোচ যোগ করেন, ‘আমি যদি কিছুদিন আগের কথা বলি, আফিফ-মিরাজের দারুণ এক জুটিতে আমরা আফগানিস্তানের বিপক্ষে একটা কঠিন ম্যাচ জিতেছি। এই লিগেও সে কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। হয়তোবা যে ইস্যুগুলোর কথা বললাম, সেগুলো নিয়ে সে কাজ করছ এবং ভালো করছে। আমি মনে করি, আফিফ সবসময় ভালো খেলোয়াড়।’

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।