সাইফদের ভালোভাবে প্রস্তুত থাকতে বলেছেন হাথুরু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২১ আগস্ট ২০২৩

এশিয়া কাপ ও বিশ্বকাপে জন্য বাংলাদেশের ৮ সদস্যের একট ব্যাকআপ দল তৈরি করা হয়েছে। সেই দলের হয়ে আজ (সোমবার) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেন সাইফ হাসান।

এই ক্যাম্প নিয়ে সাইফ বলেন, ‘আমার মনে হয় এটা ব্যাকআপ প্ল্যান। আমরা স্ট্যান্ডবাই যারা আছি এবং যারা বিশ্বকাপের পরিকল্পনায় আছে, তাদের জন্য আলাদা অনুশীলন। যেন পরবর্তীতে সুযোগ পেলে সবাই প্রস্তুত থাকে।’

বিশ্বকাপের দেড় মাসেরও বেশি বাকি। এসময় এমন অনুশীলন ক্যাম্প কেন? এই প্রশ্নের মুখোমুখি হয়ে সাইফ জানান, অনুশীলনের একাগ্রতাটা জাতীয় দলের সঙ্গে মিল রেখে যেন থাকে, সেই বার্তাই দেওয়া হয়েছে তাদের।

সাইফ বলেন, ‘আমার মনে হয়, অনুশীলনের ইন্টেন্সিটি যেন জাতীয় দলের সঙ্গে মিল থাকে (সেই বার্তা দেওয়া)। আর যার যার যে ঘাটতি আছে, সেগুলো উন্নতি করা।’

জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা হয়েছে তার। তিনি কী বলেছেন? জানতে চাইলে সাইফের উত্তর, ‘হাথুরুসিংহের সঙ্গে কথা হয়েছে। আমি শেষ যে কয়দিন অনুশীলনে ছিলাম, কথা হয়েছে। অনুশীলনের ইন্টেন্সিটি যেন উঁচুতে থাকে, সেই বার্তাই ছিল।’

এশিয়ান গেমসের দলে তিনি থাকবেন এবং তাকেই অধিনায়ক করা হবে কিনা? বোর্ড থেকে এমন কোনো বার্তা মিলেছে কি? এমন প্রশ্নের জবাবে সাইফ বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে এখনও কোনো তথ্য আমি পাইনি। এশিয়ান গেমসের এখনও কোনো মেসেজ পাইনি। তবে যদি সুযোগ পাই, অবশ্যই ভালো করার চেষ্টা করব।’

তিনি শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে অধিনায়কত্ব করেছেন। ইমার্জিং কাপে মিডল অর্ডারে নেমে (৫৩, ০, ৪, ২২) চার ইনিংসে ৭৯ রান করেছেন।

সেই অভিজ্ঞতার আলোকে সাইফ বলেন, ‘কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারলে এশিয়া কাপে টিম বাংলাদেশও ভালো কিছু করতে পারে।’

সাইফ যোগ করেন, ‘আমার মনে হয়, ওখানে কন্ডিশন কিছুটা আমাদের দেশের মতো। আমরা শেষবার যখন খেললাম, উইকেট কিছুটা টার্নিং ছিল। সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি থাকে। আমার মনে হয়, নরমালি কন্ডিশন একইরকম থাকে। যদি আমরা দ্রুত মানিয়ে নিতে পারি, ভালো কিছু হবে। মনে হয় গড়পড়তা ৩০০ রান করার কথা মাথায় রেখে খেলতে হবে।’

জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছে টেস্ট ক্রিকেট দিয়ে (২০২০ সালের ৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ঢাকার শেরে বাংলায়)। ৫ টেস্টের পাশে ১টি টোয়েন্টি ম্যাচও খেলেছেন। কিন্তু নিজেকে মেলে ধরতে পারেননি সেভাবে।

তাই ২০২১ সালের নভেম্বরের পর থেকে আর জাতীয় দলে জায়গা পাননি। কী ভাবছেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে? শুধুই টেস্ট ক্রিকেটই তার ধ্যান-জ্ঞান? নাকি সাদা বলে সীমিত ওভারের ফরম্যাটেও চান ক্যারিয়ার গড়তে?

সাইফের জবাব, ‘আমি কখনও আমাকে টেস্ট ক্রিকেটার হিসেবে চিন্তা করিনি। আমি সবসময়ই তিন সংস্করণের ক্রিকেটার হিসেবেই চিন্তা করেছি। তো এটা জানি না, কখন কী (টিম থেকে প্রথম টেস্ট, পরে সাদা বল হিসেবে বিবেচনা) হয়েছে। আমি চেষ্টা করছি দিন দিন উন্নতি করার। যখনই সুযোগ পাই উন্নতির চেষ্টা করি।’

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।