নিজেকে গুছিয়ে নিচ্ছি, ভালোভাবেই ফিরতে চাই: সাইফউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ০২ অক্টোবর ২০২৩

বেশ কিছুদিন ধরেই ইনজুরিতে ভুগছেন জাতীয় দলের পেস বোলিং আলরাউন্ডার মোহাম্মাদ সাইফুদ্দিন। বিশ্বকাপ দলেও তার ঠাঁই হয়নি। অথচ, ২০১৯ বিশ্বকাপে তিনি ছিলেন বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। এবারের বিশ্বকাপে যে ১৫ ক্রিকেটার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে নিয়ে কি ভাবছেন সাইফউদ্দিন?

সম্প্রতি ঢাকার উত্তরায় ‘স্ন্যাপস্টোর’ নামক একটি রিসেলার ব্র্যন্ড শপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাইফুদ্দিন বলেন, ‘যে ১৫ জন বিশ্বকাপ খেলতে গেছে, আমাদের উচিত তাদেরকে সাপোর্ট করা। এখন আর সে সময় নেই যে তাদেরকে নিয়ে আমরা নেতিবাচক কিছু বলব।’

নিজের ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, ‘এই বিশ্বকাপের পরে জাতীয় দলের আরো সূচি আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপও সামনে আছে। এখন আমি নিজেকে গুছিয়ে নিচ্ছি। সামনের দিকে তাকিয়ে আছি। নিশ্চই পারফর্ম করলে আমার সুযোগ আসবে আগামীদিনের খেলাগুলোতে দলে যায়গা পাওয়ার। আমি চেষ্টা করব ভালো কিছু করার এবং দলে ফেরার।’

উত্তরার ১০ নং সেক্টরের ১৩ নাম্বার রোডের ২১ নাম্বার প্লটে নতুন এই শপ নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘এখানে এসে ভালো লাগছে। এক ছাদের নিচে এত ব্র্যান্ডের জুতো, কাপড় এই প্রথম দেখছি। বিদেশে দেখেছি। ঢাকায় এই প্রথম।’

Snapstore

বরাবরই ব্র্যান্ড সচেতন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। ‘স্ন্যাপস্টোর’ নামক রিসেলার ব্র্যান্ড শপের উদ্বোধনী অনুষ্ঠানে এসে পলাশ জানান, নামি দামি ব্র্যান্ডের পোশাক খুঁজে বেড়ান তিনি; কিন্তু মন মত পান না।

তিনি বলেন, ‘আমি শুটিংয়ের কাজ ব্যস্ত থাকি। এর মধ্যেও সময় করে এদিক-সেদিক ঢু মারি বিদেশি ব্র্যান্ডের পোশাক খুঁজতে। নাটকের কস্টিউমের জন্যও অনেক কেনাকাটা করতে হয়; কিন্তু ঢাকায় তেমন মানসম্পন্ন কোনো শপ পাই না।’

‘স্ন্যাপস্টোর’ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে এসে দেখতে পেলাম, আমি যেসব ব্র্যান্ড বাইরে থেকে কেনাকাটা করি তার সবই এখানে আছে। এ ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। সাধারণত দেশি পোশাকই আমরা বেশি পাই ঢাকায়। কিন্তু স্ন্যাপস্টোর- আমাদেরকে দেশে বসেই বিদেশি ব্র্যান্ডের পোশাক পরার সুযোগ করে দিচ্ছে।’

পলাশের সাথে ছোট পর্দায় জুটি বাঁধা পারসা ইভানা উপস্থিত ছিলেন একই অনুষ্ঠানে। তিনি বলেন, ‘এখানে ছেলেদের পাশাপাশি মেয়েদের প্রচুর পোশাক, জুতো এবং এক্সেসরিজ আছে। এক ছাদের নিচে এত আয়োজন দেখে খুব ভালো লাগছে।’

শপের কর্ণধার আহাদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের মানুষের এখন বিশ্বের নামিদামি লাইফস্টাইল ব্র্যান্ডের ব্যাপারে যথেষ্ট আগ্রহ রয়েছে এবং সে সব ব্র্যান্ডের পোশাক, জুতো, এক্সেসরিজ-এর বর্তমানে প্রচুর চাহিদা তৈরি হয়েছে। এসব বিষয় মাথায় রেখেই আমরা বাংলাদেশে স্ন্যাপস্টোরের মাধ্যমে বিশ্বের সব নামিদামি লাইফস্টাইল ব্র্যান্ডেকে এক ছাতার নিচে নিয়ে এসেছি। যাতে আমাদের কাস্টমাররা সহজেই দেশে বসে তাদের পছন্দসই ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের শোরুম থেকে ক্রয় করতে পারে। অগ্রিম অর্ডার করলেও আমরা ১-২ সপ্তাহের মধ্যে পণ্য তাদের হাতে পৌঁছে দিতে পারবো।’

আরেক কর্ণধার মো: ইমতিয়াজ মোর্শেদ বলেন, ‘বিশ্বের সব নামিদামি ব্র্যান্ড যেমন- নাইকি, এডিডাস, পুমা, এসিক্সস, নিউ ব্যালেন্স, গেজ, ভিঞ্চি, মাইকেল কোর, ফসিলস, শেইন, ডিওর, শ্যানেল, এল্ডো, মেক, জারা, স্টিভ মেডেন, এল.ভি, গুচি সহ আরোও নানা জনপ্রিয় ব্র্যান্ডের প্রোডাক্ট স্ন্যাপস্টোরের মাধ্যমে পাওয়া যাবে। যা সরাসরি মালয়েশিয়া, ইউকে, ইউএসএ থেকে নিয়ে আসা হয়।’

১ অক্টোবর অনুষ্ঠিত এই উদ্বোধনীতে আরো উপস্থিত ছিলেন জনপ্রিয় শিল্পী তাশরিফ খান।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।