শবে বরাতের কারণে বিপিএলের সূচিতে বদল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

পবিত্র শবে বরাতের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচিতে এলো পরিবর্তন। এবারের বিপিএল ফিকশ্চারে ২৫ ফেব্রুয়ারি ছিল এলিমিনেটর আর কোয়ালিফায়ার-১ ম্যাচ।

২৫ ফেব্রুয়ারি শেরে বাংলায় দিনের বেলা মানে প্রথম ম্যাচটি (এলিমিনেটর) হওয়ার কথা ছিল পয়েন্ট তালিকার তিন ও চার নম্বর দলের। একই দিন সন্ধ্যায় ছিল দুই শীর্ষ দল ১ আর ২-এর লড়াই।

আর একদিন বিরতি দিয়ে মানে ২৭ ফেব্রুয়ারি ছিল কোয়ালিফায়ার ২ মানে এলিমিনেটরের বিজয়ী আর কোয়ালিফায়ার-১‘র পরাজিত দলের ম্যাচ।

এখন ২৩ ফেব্রুয়ারি রবিন লিগের ফিরতি পর্ব শেষ হওয়ার পর ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুইদিন বিরতি রাখা হয়েছে।

২৫ ফেব্রুয়ারি যেহেতু শবে বরাত, তাই ওইদিন আর খেলা হনে না। পরদিন মানে ২৬ ফেব্রুয়ারি এলিমিনেটর ও কোয়ালিফায়ার ১-এর ম্যাচ দুটি হবে। আর কোয়ালিফায়ার-২ হবে ২৮ ফেব্রুয়ারি। তবে ফাইনালের দিনক্ষণ অপরিবর্তিতই আছে। বিপিএল ২০২৪-এর ফাইনাল যথারীতি ১ মার্চ অনুষ্ঠিত হবে।

এআরবি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।