খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ১৩ জানুয়ারি ২০২৫

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স আর খুলনা টাইগার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান।

রংপুর টানা ছয় ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে। অন্যদিকে চার ম্যাচে দুই জয় নিয়ে চার নম্বর অবস্থানে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স।

খুলনা একাদশ
নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, মোহাম্মদ নওয়াজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, দারউইশ রসুলি, সালমান ইরশাদ।

রংপুর একাদশ
তাওফিক খান, সাইফ হাসান, স্টিভেন টেলর, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, আকিফ জাভেদ, রেজাউর রহমান রাজা।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।