বিপিএল নাকি ঢাকা প্রিমিয়ার লিগ!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫

ফরচুন বরিশাল আর সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ শেষ হওয়ার পর থেকেই শেরে বাংলার প্রেস বক্সে গুঞ্জন, আজ রোববার রাতে রংপুর রাইডার্সের বিপক্ষে কোনো বিদেশী ক্রিকেটার খেলবেন না দুর্বার রাজশাহীর।

পেমেন্ট না পেয়েই নাকি রোববার রংপুরের সাথে ম্যাচ না খেলার সিদ্ধান্ত রাজশাহীর ভিনদেশি ক্রিকেটারদের। খেলা শুরুর আগে রাজশাহীর ওয়ার্মআপ ও নক এবং ক্যাচিং প্র্যাকটিসে ছিলেন না কোনো বিদেশি।

এদিকে খেলা শুরুর ঘণ্টাখানেক আগে থেকে শেরে বাংলায় দ্রুত হাঁটাহাটি করতে দেখা গেল রাজশাহী কোচ ইজাজ আহমেদকে। কখনো কখনো ইজাজের হাঁটার গতি দেখে মনে হচ্ছিল রানিং করছেন এ সাবেক পাকিস্তানি ক্রিকেটার। ৫৬ বছর বয়সী ইজাজ আহমেদ খেলতে পারেন এমন গুঞ্জনও শোনা গেল। যদিও সেটা আর বাস্তবে দেখা যায়নি। কোচ ইজাজ মাঠে নামেননি।

তবে টসের সময় রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ জানিয়ে দিলেন, আমাদের একাদশে নেই একজন বিদেশিও। এবং শেষ পর্যন্ত প্লেয়ার্স লিস্টেও দেখা গেল বিদেশি ছাড়া একাদশ সাজিয়েছে রাজশাহী।

যেখানে ৪ জন বিদেশি খেলার কথা, অন্তত ২ জনকে নিয়ে মাঠে নামা একান্তই বাধ্যতামূলক; সেখানে কোনো বিদেশি ছাড়াই কীভাবে খেলতে নামলো রাজশাহী? বিপিএলের টেকনিক্যাল কমিটি প্রধান রকিবুল হাসান জাগো নিউজকে আগেভাগেই জানিয়ে দেন, কোনো দলের আবেদনের প্রেক্ষিতে বিদেশি ক্রিকেটার ছাড়াও দল নামানো যেতে পারে। এবং আজ রোববার রংপুরের বিপক্ষে বিদেশি ছাড়া খেলার অনুমতি চেয়ে পেয়েছে রাজশাহী।

প্রেস বক্সে কে একজন মজা করে বললেন, একি! এ যে বিপিএলে রংপুরের বিপক্ষে মাঠে নামছে ঢাকা প্রিমিয়ারের দল ‘রাজশাহী।’ এক বিপিএলে আর কত বিতর্ক দেখবেন ক্রিকেটপ্রেমীরা?

এআরবি/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।