নারীদের ম্যাচ শুরুর আগে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত-নিহতদের স্মরণ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২১ জুলাই ২০২৫

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। স্কুলের ক্লাস চলাকালীন এই দুর্ঘটনায় ঘটায় কোমলমতি শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজন আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছেন।

দুপুরে ঘটা এ ঘটনায় শোকে স্তব্ধ পুরো দেশ। দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ এ ঘটনায় যারপরনাই শোকাহত।

এরই মধ্যে বসুন্ধরা কিংস এরেনায় সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এবং নেপালের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচটি ড্র করতে পারলেও শিরোপা জিতে যাবে বাংলাদেশের মেয়েরা।

৭টায় এই ম্যাচ শুরুর আগে বসুন্ধরা কিংস এরেনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে বাংলাদেশ ও নেপালের ফুটবলাররা।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।