এবার বার্সার নজরে আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা হেসুস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ২৯ জুলাই ২০২৫
গ্যাব্রিয়েল হেসুসে চোখ পড়েছে বার্সেলোনার

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে মার্কাস রাশফোর্ডকে নিয়ে এরই মধ্যে দল ভারি করেছে বার্সেলোনা। শুধু তাই নয়, বার্সার ইয়ুথ একাডেমির ফুটবলার, ১৭ বছর বয়সী পেদ্রো ফার্নান্দেজ, এফসি কোপেনহেগেন থেকে নেয়া ১৯ বছর বয়সী সুইডেনের রুনি বার্ডজিকে নিয়ে আক্রমণভাগকে বেশ ধারালো করে ফেলেছেন কোচ হ্যান্সি ফ্লিক।

তবে এটুকুকে যথেষ্ট মনে করছেন না ফ্লিক। তিনি এবার নজর দিয়েছেন এক ব্রাজিলিয়ান তারকার দিকে। আর্সেনালে (Arsenal) অনেকটাই ব্রাত্য হয়ে পড়া গ্যাব্রিয়েল হেসুসকে (Gabriel Jesus) দলে নিতে চায় বার্সা। কারণ, ফ্লিকের লক্ষ্য বার্সার (FC Barcelona) আক্রমণভাগকে আরও শক্তিশালী করে গড়ে তোলা।

২৮ বছর বয়সী এই স্ট্রাইকার আর্সেনাল কোচ মিকেল আর্তেতার পরিকল্পনায় ক্রমশ গুরুত্ব হারাচ্ছেন। বিশেষ করে সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর গিয়োকেরেসকে দলে নেয়ার পর গ্যাব্রিয়েল হেসুসের গুরুত্ব আর্সেনালে আরও অনেকটা কমে গেছে।

গিয়োকেরেস এখন গানারদের আক্রমণের প্রধান মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন। ফলে, গ্যাব্রিয়েল হেসুসের খেলার সময় কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে তিনি নিজেও ভিন্ন কোনো নতুন ক্লাবে যাওয়ার জন্য উন্মুখ হয়ে উঠেছেন।

জেসুসের ট্যাকনিক, দক্ষতা, গতিশীলতা এবং সীমিত জায়গায় বল নিয়ে কাজ করার ক্ষমতা বার্সেলোনার খেলার দর্শনের সঙ্গে পুরোপুরি মানানসই। তিনি সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন এবং উইংয়েও কার্যকরভাবে অবদান রাখতে সক্ষম, যা হান্সি ফ্লিকের জন্য একাধিক কৌশলগত বিকল্প হিসেবে ভূমিকা রাখতে পারবে। ম্যানসিটি এবং আর্সেনালে খেলে সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছে হেসুস।

রবার্ট লেওয়ানডস্কির পরবর্তী সময়ের জন্য বার্সেলোনার পরিকল্পনায় হেসুসের খেলার বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে, বার্সার আর্থিক সীমাবদ্ধতা এবং পারিশ্রমিকের সীমার কারণে এই ট্রান্সফার বাস্তবায়ন করা কঠিন হতে পারে।

ফিচাজেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, যদি আর্সেনাল ট্রান্সফার ফি’র ক্ষেত্রে বার্সাকে সাশ্রয়ী হওয়ার সুযোগ দেয়, কিংবা ভিন্ন সহজ কোনো পদ্ধতিতে ট্রান্সফারের অপশনসহ আলোচনায় রাজি হয়, তবে তা হবে বার্সেলোনার জন্য একটি স্মার্ট এবং কৌশলগত স্বাক্ষর।

গ্যাব্রিয়েল হেসুস হয়তো দলবদলের বাজারের সবচেয়ে আলোচিত নাম নন, তবে তার অভিজ্ঞতা, বহুমুখিতা এবং কৌশলগত সামঞ্জস্য তাকে ২০২৫-২৬ মৌসুমের জন্য বার্সার আক্রমণভাগ পুনর্গঠনের জন্য একটি গুরুতর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।