লিভারপুল তারকাকে হাজার কোটি টাকায় কিনে নিলো বায়ার্ন মিউনিখ
লিভারপুলের কলম্বিয়ান তারকা লুইজ দিয়াজ আর অ্যানফিল্ডে থাকতে চাচ্ছেন না। তিনি যেতে চান বায়ার্ন মিউনিখে। এ নিয়ে গত দুই-তিন সপ্তাহ ধরেই চলছিল নানা আলোচনা। ৬৭.৫ মিলিয়ন ইউরো পর্যন্ত বায়ার্ন মিউনিখ ট্রান্সফার (transfer) ফি হাঁকিয়েছিল।
কিন্তু লিভারপুল রাজি ছিল না। অন্যদিকে লুইজ দিয়াজের (Luis Díaz) নিজেরই মন ছুটে গিয়েছিল মিউনিখে। তিনি নিজেই বায়ার্ন কর্মকর্তাদের নানাভাবে বলতে থাকেন, তার বিষয়ে যেভাবেই হোক যেন লিভারপুলের (Liverpool ) সঙ্গে সমঝোতা করে।
অবশেষে কলম্বিয়ান এই তারকা সম্পর্কে ঐকমত্যে পৌঁছেছে লিভারপুল এবং বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। ৭৫ মিলিয়ন ইউরোয় (১ হাজার ৬৬ কোটি ৫০ লাখ টাকা) দফারফা হয়েছে দুই ক্লাবের মধ্যে। অতিরিক্ত যা কিছু থাকার (অ্যাড-অনস) সবই এই ৭৫ মিলিয়ন ইউরোর অন্তর্ভূক্ত। বায়ার্ন মিউনিখের পক্ষ থেকেই এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চলতি দলবদলের বাজারে এ নিয়ে তৃতীয় ফুটবলার কিনলো বায়ার্ন মিউনিখ। এর আগে বায়ার লেবারকুসেন থেকে জোনাথন তাহ এবং হফেনহেইম থেকে টম বিসকফকে দলে নিয়েছে বায়ার্ন।
এক বিবৃতিতে লুইজ দিয়াজ বলেন, ‘আমি খুবই খুশি যে, এফসি বায়ার্ন মিউনিখ পরিবারে অন্তর্ভূক্ত হতে পেরেছি। বায়ার্ন হচ্ছে বিশ্বের অন্যতম বড় একটি ক্লাব। আমি যেভাবে ফুটবল খেলি, তা দিয়ে আমি আমার নতুন দলটিকে শিরোপা জিততে সহায়তা করতে চাই। আমার লক্ষ্যই হচ্ছে, সম্ভব সব শিরোপা জয় করা। এটা নিয়েই একটি দল হিসেবে আমরা প্রতিটি দিন কাজ করে থাকি।’
গত শনিবার এসি মিলানের সঙ্গে যে ক্লাব প্রীতি ম্যাচ খেলেছে লিভারপুল, ওই ম্যাচ খেলেননি দিয়াজ। কারণ, তার ক্লাব ছাড়ার গুঞ্জনের কারণে লিভারপুল কোচ আরনে স্লট তাকে দলে রাখেননি। একই সঙ্গে লিভারপুলের এশিয়া সফরের দল থেকে বাইরে থাকার বিষয়েও তাকে অনুমতি দেয়া হয়েছিল।
ইএসপিএন জানিয়েছে, ২০২৪ এর গ্রীষ্মেই লিভারপুল ছাড়ার কথা জানিয়েছিলেন লুইজ দিয়াজ। যদিও তার সঙ্গে চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত; কিন্তু তার ইচ্ছা সত্ত্বেও গত মৌসুমে লিভারপুল তাকে ছাড়েনি। দলের সঙ্গে রেখে দেয়।
এবারও দুইবার বায়ার্নের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল লিভারপুল। কারণ, প্রস্তাব এবং চাহিদার মধ্যে ব্যাপক ফারাক ছিল। সর্বশেষ প্রস্তাব ছিল ৬৭.৫ মিলিয়ন ইউরোর। সেটাও লিভারপুল ফিরিয়ে দেয়। শেষ পর্যন্ত ৭৫ মিলিয়নে এসে দু’দল সম্মত হলো।
গত মৌসুমটা লিভারপুলে দারুন কাটিয়েছিলেন লুইজ দিয়াজ। সব ধরনের প্রতিযোগিতায় করেছিলেন ১৭ গোল এবং আরনে স্লটের দলকে প্রিমিয়ার লিগ শিরোপা জয় করাতে ভূমিকা রাখেন।
২০২২ সালে এফসি পোর্তো থেকে ৪৯ মিলিয়ন ইউরোয় লিভারপুলে যোগ দিয়েছিলেন লুইজ দিয়াজ। এই সময়ের মধ্যে ১৪৮ ম্যাচ খেলে গোল করেছেন ৪১টি। লুইজ দিয়াজ চলে যাওয়ায় কোচ আরনে স্লটের জন্য ভালোই হলো। কারণ, এরই মধ্যে ২৯০ মিলিয়ন পাউন্ডের কেনাকাটা করে ফেলেছেন তিনি। কিনেছেন ফ্লোরিয়ার রিটজ, জেরেমি ফ্রিমপঙ, মিলোস কারকেজ, জিওর্জি মামারদাসভিলি এবং হুগো একিটিকেকে।
অন্যদিকে খেলোয়াড় ট্রান্সফার করে লিভারপুল রাজস্ব আয় করেছে ১৯০ মিলিয়ন ইউরো।
আইএইচএস/