বাংলাদেশ-ভারত ম্যাচের দিন ঢাকায় মুখোমুখি আফগানিস্তান-মিয়ানমার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৫৩ এএম, ২১ অক্টোবর ২০২৫

ফুটবল প্রেমীদের চোখ এখন ১৮ নভেম্বরে। ওইদিন ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ ও ভারত। দুই ম্যাচ বাকি থাকতে দুই দেশই বিদায় নিয়েছে। তবে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি দলের ম্যাচ মানেই অন্যরকম আকর্ষণ। মর্যাদার লড়াইতো বটেই।

বাংলাদেশ-ভারত ম্যাচের দিন এশিয়ান কাপ বাছাইয়ের আরো একটি ম্যাচ হবে ঢাকায়। সেদিন আফগানিস্তানের হোম ম্যাচ আছে মিয়ানমারের বিপক্ষে। ওই ম্যাচটি হবে ঢাকার কিংস অ্যারেনায়।

আফগানিস্তানের মাটিতে যেহেতু খেলা সম্ভব না, তাই ওই দেশটিই তাদের ম্যাচ কিংস অ্যারেনায় আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাফুফেকে। বাফুফের মাধ্যমে পাওয়া সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে কিংস। এখন আফগানিস্তান ও মিয়ানমার ম্যাচের ভেন্যু হিসেবে কিংস অ্যারেনা এএফসির অনুমোদনের অপেক্ষায়।

সংস্কারের জন্য দীর্ঘ সময় ফুটবল বন্ধ ছিল ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ওই সময়ে বাংলাদেশের কয়েকটি ম্যাচ হয়েছিল কিংস অ্যারেনায়। এমনকি আফগানিস্তানও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে গেছে ওই স্টেডিয়ামে। এএফসির ক্লাব পর্যায়ের খেলাও এখানে হয়েছে। এবার নিরপেক্ষ ভেন্যু হিসেবে অভিষেক হওয়ার অপেক্ষায় বসুন্ধরা কিংসের নিজস্ব স্টেডিয়ামটি।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।