এখনও কুটিনহো-ডি মারিয়ার পেছনে ছুটছে বার্সা
বার্সেলোনা ছেড়ে নেইমার নতুন ঠিকানা হিসেবে বেছে নেন পিএসজিকে। এরপর আক্রমণভাগের শক্তি সঞ্চার করতে মরিয়া বার্সা। নেইমারের বিকল্প হিসেবে পাওলো দিবালার কথা শোনা যাচ্ছিল। কিন্তু জুভেন্তাস তাকে ছাড়বে না। আবার দিবালাও ছাড়বে না জুভেন্তাসকে। ইতালিয়ান ক্লাবটিতে বেশ সুখেই আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
নেইমারের জায়গায় উসমানে ডেম্বেলেকে দলে ভিড়িয়েছে বার্সা। তবে ২০ বছর বয়সী ডেম্বেলেকে দিয়ে অভিজ্ঞ নেইমারের কাজটা হবে কি? প্রশ্নটা এমনই। বুঝতে হয়তো বাকি নেই বার্সা কর্তাদেরও। সেজন্য এখনও ফিলিপে কুটিনহো ও অ্যাঙ্গেল ডি মারিয়ার পেছনে ছুটছে বার্সা।
বার্সেলোনার ফুটবল ডিরেক্টর রবার্ট ফার্নান্দেজ জানিয়েছেন, ‘যদি সম্ভব হয়, তাহলে আরও দুজন খেলোয়াড় দলে ভেড়ানোর জন্য কাজ করে যাচ্ছি। আমরা কী চাই, তা আমরা ভালো জানি। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব।’
বলার অপেক্ষা রাখে না যে, পছন্দের তালিকায় থাকা ফিলিপে কুটিনহো ও অ্যাঙ্গেল ডি মারিয়াকে খুব করে চাইছে বার্সা। লিভারপুলের পক্ষ থেকে বারবার ‘না’ শব্দটা উচ্চারিত হলেও কুটিনহোর পিছু ছাড়ছে না কাতালান ক্লাবটি।
এছাড়া ডি মারিয়ার বর্তমান ক্লাব পিএসজির কাছেও প্রস্তাব দিয়েছিল বার্সা। কিন্তু কাতালান ক্লাবটির সভাপতি জোসেফ বার্তেমিউকে ফোন করে সেই প্রস্তাব ফিরিয়ে দেন পিএসজি সভাপতি নাসের আল খলিফা।
তাতে কী? শেষ পর্যন্ত কুটিনহো ও ডি মারিয়ার জন্য লড়ে যাবে বার্সা। বার্সেলোনার ফুটবল ডিরেক্টর রবার্ট ফার্নান্দেজ তো সে কথাই বললেন। দেখা যাক, কুটিনহো-ডি মারিয়াকে বার্সা দলে ভেড়াতে পারে কি না!
এনইউ/আইআই