কলঙ্ক নিয়েই শেষ হলো প্রিমিয়ার ফুটবল লিগ
২০১১ সালে পাতানো ম্যাচ খেলার অপরাধে বড় ধরনের জরিমানা হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রহমতগঞ্জের। শেখ জামালকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছি সেবার। রহমতগঞ্জকে ৫ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি তাদের এক খেলোয়াড় ও কর্মকর্তাকে নিষিদ্ধ করা হয়েছিল নির্দিষ্ট মেয়াদের জন্য। তারপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাতানো খেলার গুঞ্জন কমে গিয়েছিল।
দশম আসরে আবার ফুটবলের ক্যান্সার নামক সেই পাতানো খেলা নিয়ে হৈচৈ পড়েছে। এবারো আলোচনায় এসেছে শেখ জামালের নাম। নিজেদের শেষ ম্যাচটা তারা ফরাশগঞ্জকে ছেড়ে দিয়েছে বলে গুঞ্জন উঠেছে। এমনকি শনিবার রহমতগঞ্জ ও সাইফ স্পোর্টিং ক্লাবের ম্যাচ নিয়েও চলছে কানাঘুষা। রহমতগঞ্জের কোচ কামাল আহমেদ বাবু সাইফ স্পোর্টিং ক্লাবের যুব দলেরও কোচ। যে কারণে ম্যাচটির ফল নিয়ে প্রশ্ন উঠেছে। ম্যাচে সাইফকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ারে টিকে গেছে রহমতগঞ্জ। তাদের টিকে যাওয়ায় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নেমে গেছে ফরাশগঞ্জ।
শনিবার রাতে শেখ রাসেল ক্রীড়া চক্র ও আরামবাগের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নেমেছে প্রিমিয়ার লিগের দশম আসরের। রাসেল ও আরামবাগের শেষ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেলের আগেই ষষ্ঠস্থান নিশ্চিত হয়েছি। শেষ ম্যাচ ড্র করে তারা পয়েন্ট বাড়িয়ে করেছে ২৭। আরামবাগ ২১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে। নিজেদের শেষ ম্যাচ জিতলে তৃতীয় হতে পারতো সাইফ স্পোর্টিং ক্লাব। হারে নবাগত দলটির লিগ শেষ হলো চারে থেকে।
প্রিমিয়ার লিগের দশম আসরে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দুই খেলোয়াড় গাম্বিয়ান সলোমন কিং ও নাইজেরিয়ার রাফায়েল। ২ জনই করেছেন ১৫টি করে গোল। স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ ৮ গোল করেছেন চট্টগ্রাম আবাহনীর তৌহিদুল আলম সবুজ।
শেষদিকে পাতানো ম্যাচের যে গুঞ্জন উঠেছে তা নিয়ে উদ্বিগ্ন বাফুফেও, ‘আমি বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদীর সঙ্গে। দেখি তিনি কি বলেন’-জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
চূড়ান্ত পয়েন্ট তালিকা
|
দল |
ম্যাচ |
জয় |
ড্র |
হার |
গোল |
পয়েন্ট |
|
আবাহনী |
২২ |
১৬ |
৪ |
২ |
৩৫/১৩ |
৫২ |
|
শেখ জামাল |
২২ |
১৪ |
৫ |
৩ |
৪৫/২৩ |
৪৭ |
|
চট্ট.আবাহনী |
২২ |
১৩ |
৫ |
৪ |
২৭/১৩ |
৪৪ |
|
সাইফ এসসি |
২২ |
১১ |
৮ |
৩ |
৩০/১৬ |
৪১ |
|
মোহামেডান |
২২ |
৯ |
৫ |
৮ |
৩১/২৬ |
৩২ |
|
শেখ রাসেল |
২২ |
৬ |
৯ |
৭ |
২১/২১ |
২৭ |
|
ব্রাদার্স |
২২ |
৫ |
৭ |
১০ |
২০/৩০ |
২২ |
|
আরামবাগ |
২২ |
৫ |
৬ |
১১ |
২৫/৩৫ |
২১ |
|
বিজেএমসি |
২২ |
৪ |
৮ |
১০ |
১৫/২৭ |
২০ |
|
রহমতগঞ্জ |
২২ |
৩ |
৯ |
১০ |
১৯/৩০ |
১৮ |
|
মুক্তিযোদ্ধা |
২২ |
৫ |
৩ |
১৪ |
১৮/৩৩ |
১৮ |
|
ফরাশগঞ্জ |
২২ |
৪ |
৫ |
১৩ |
১৬/৩৫ |
১৭ |
আরআই/আইএইচএস/জেআইএম