ইনিয়েস্তার গাড়িতে ‘ব্যাটম্যান’!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ০৪ মে ২০১৮

আন্দ্রেস ইনিয়েস্তার গাড়িতে ‘ব্যাটম্যান’? ছবিটা দেখার পর যেন বিশ্বাস হচ্ছিল না সমর্থকদের। বার্সেলোনা এবং স্পেনের সমর্থকদের কাছে তো ‘সুপারহিরো’ ইনিয়েস্তা, তার গাড়িতে কি এবার হানা দিলো সত্যিকারের সুপারহিরো ‘ব্যাটম্যান’?

অবাক করার মতো বিষয় হলো, সম্প্রতি ইনিয়েস্তার গাড়ির পেছনের সিটে দেখা মিলেছে এমনই এক ব্যাটম্যানের। যে ছবিটি দেখার পর আতকে উঠেছেন অনেকে। কেউবা ভাবছেন, ব্যাটম্যানের অস্তিত্ব কি বাস্তবেই আছে না কি?

BAT

বার্সেলোনায় ২২ বছরের ক্যারিয়ারকে সম্প্রতি বিদায় বলেছেন ইনিয়েস্তা। মৌসুম শেষের লা লিগা ট্রফিতে ক্যারিয়ারের শেষটা উদযাপনের পর রাতের ডিনারের জন্য গাড়িতে করে ফিরছিলেন ইনিয়েস্তা। এই সময় তার গাড়ির পেছনের সিটে ধরা পড়ে ব্যাটম্যানের মুখ।

আসল ঘটনা হলো, এটা ছিল বাচ্চাদের একটি গাড়ির সিট, যাতে ব্যাটম্যানের প্রতিকৃতি অঙ্কিত। ছবিতে সেটাকেই বাস্তবিক ‘ব্যাটম্যান’ মনে হয়েছে, যাতে সমর্থকদের ঘুম হারাম হবার জোগাড়!

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।