বিশ্বকাপ খেলবেন কার্ভাহাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:১০ পিএম, ২৮ মে ২০১৮

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মোহামেদ সালাহর ইনজুরিতে পুরো বিশ্ব চিন্তিত। কিন্তু ঐ ম্যাচেই ইনজুরিতে পড়েছিলেন রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক দানি কার্ভাহাল। প্রথম দিকে হ্যামস্ট্রিং ইনজুরির মত মনে হলেও আদোতে তেমন গুরুতর ইনজুরিতে পড়েননি তিনি। স্প্যানিশ দৈনিক ওন্দা সেরোর বরাত দিয়ে মার্কা জানিয়েছে, বিশ্বকাপে খেলতে পারবেন কার্ভাহাল।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জয় করে রবিবার দেশে ফিরে মাদ্রিদ দল। সোমবার সকালে পায়ে পরীক্ষার জন্য যান স্পেনের সান্তিয়াস লা মোরালেজা হাসপাতালে। সেখানে দানি কার্ভাহালের পায়ে ৯০ মিনিট অনেকগুলো পরীক্ষা করানো হয়। সেখানে সামান্য সমস্যা ধরা পড়লেও বিশ্বকাপ শেষ হওয়ার মত গুরুতর কিছু নজরে আসেনি তাদের।

স্পেনের বিশ্বকাপ শুরু হতে মাত্র ১৯ দিন বাকি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই তারা মাঠে নামবে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের। স্প্যানিশ কোচ ইউলেন লোপেতেগুই তবুও মূল দল ঘোষণার আগে কার্ভাহালের সুস্থতার ব্যাপারে নিশ্চিতভাবে দলের ডাক্তারকদের কাছে দিক নির্দেশনা চাইবেন। জুনের ৪ তারিখেই চূড়ান্তভাবে ২৩ সদস্যের স্পেন দল ঘোষণা করবেন তিনি।

আরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।