ফুটবল দলের ম্যানেজার আমের খানসহ দুইজন করোনাক্রান্ত
কাতারে জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খানসহ দুই জনের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। অন্যজন হলেন দলের ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার। শুক্রবার দোহা থেকে ম্যানেজার আমের খান নিজেই খবরটি নিশ্চিত করেছেন।
এছাড়া ২৫ ফুটবলার ও অন্যান্য কর্মকর্তাদের করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছ। কাতারে জাতীয় ফুটবল দল বর্তমানে তিনদিনের রুম কোয়ারেন্টাইনে আছে। রোববার থেকে অনুশীলনের সূচি দেয়া হয়েছে বলে জানিয়েছেন ম্যানেজার।
শুক্রবার দুপুর পর্যন্ত বাংলাদেশ দলের সদস্যরা নিজ নিজ কক্ষেই খাওয়া-দাওয়া করেছেন। যদিও দুই জনের করোনা পজিটিভ হওয়ায় শুক্রবারের জিম সেশন করবে না বাংলাদেশ।
তবে করোনা পজিটিভ হওয়া দুইজন ছাড়া বাকিরা শুক্রবার রাত থেকে ডাইনিং ও হোটেলে জিম ব্যবহার করতে পারবেন।
আগামী ৪ ডিসেম্বর দোহায় বাংলাদেশ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলবে কাতারের বিপক্ষে। ২৫ ফুটবলার নিয়ে ভারপ্রাপ্ত কোচ স্টুয়ার্ট ওয়াটকিস বৃহস্পতিবার কাতার গেছেন।
আরআই/এসএএস/জেআইএম