আইজিপি কাপ চ্যাম্পিয়ন পটুয়াখালী জেলা পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ০৫ অক্টোবর ২০২১

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ আইজিপি কাপে আরআরএফ দলকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে পটুয়াখালী জেলা পুলিশ দল।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় পটুয়াখালী পুলিশ লাইন্স মাঠে এই ফাইনাল খেলাটি মাঠে গড়ায়। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

এছাড়া ফাইনালের দিন মাঠে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-প্রশাসন) মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান প্রমুখ।

খেলা শুরু হতে না হতেই এগিয়ে যায় পটুয়াখালী জেলা পুলিশ দল। পরে দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে জয় নিশ্চিত করে তারা।

আইজিপি কাপে মোট সাতটি দল অংশগ্রহণ করেছিল। সেখান থেকে চ্যাম্পিয়ন হলো পটুয়াখালী জেলা পুলিশ দল।

আব্দুস সালাম আরিফ/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।