এক পয়েন্ট পেলেই ইতিহাস নাসরিনের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২৭ মে ২০২৪

শিরোপা উদযাপন নতুন কিছু নয় সাবিনা-মারিয়াদের। বসুন্ধরা কিংসের জার্সিতে গত মৌসুমেই তারা উৎসব করেছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে। নারী লিগে আরেকটি ট্রফি ছুঁয়ে দেখার সামনে তারা। তবে এবার অন্য জার্সিতে। নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে তারা জিততে যাচ্ছেন এবারের লিগ।

মঙ্গলবার নারী লিগের পর্দা নামবে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ মোস্তাফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মাঠে নামবেন সাবিনা-কৃষ্ণারা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব।

৯ দলের সিঙ্গেল লিগ। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নাসরিনের। সমান পয়েন্ট নিয়ে এরই মধ্যে লিগ শেষ করেছে গত দুইবারের রানার্সআপ আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব।

নাসরিন স্পোর্টস একাডেমি এক পয়েন্ট পেলেই প্রথমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়বে তারা। হেরে গেলে প্লে-অফ খেলতে হবে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের সঙ্গে। তবে জাতীয় দলের ১৫ খেলোয়াড় নিয়ে গড়া নাসরিনের বিপক্ষে কোনো অঘটন ঘটানোর সম্ভাবনা ঢাকা রেঞ্জার্সের নেই বললেই চলে।

নাসরিন স্পোর্টস একাডেমি এ পর্যন্ত খেলার ৭ ম্যাচের একটি ড্র করে ২ পয়েন্ট হারিয়েছে। না হলে শিরোপা উদযাপন করেই শেষ ম্যাচে মাঠে নামতে পারতেন তারা। মঙ্গলবার শেষ ম্যাচ জিতলে ২২ পয়েন্ট নিয়ে ট্রফি উঁচিয়ে ধরবেন নাসরিন স্পোর্টস একাডেমির ফুটবলাররা।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।