পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪১ এএম, ২৬ মে ২০২৫

 

আইপিএলে মাত্র তিন ম্যাচ খেলার জন্য ছাড়পত্র দেয়া হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। এরপর এসে পাকিস্তানে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন এবং স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন।

শর্ত অনুযায়ী সবই ঠিক ছিল; কিন্তু আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষ ম্যাচে খেলতে নেমেই বিপত্তিটা বাধালেন কাটার মাস্টার। আঙ্গুলে ব্যাথা পেয়েছেন তিনি। যার ফলে পাকিস্তান সিরিজ থেকেই ছিটকে পড়লেন তিনি। তার পরিবর্তে বাংলাদেশ স্কোয়াডে ডেকে নেয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে।

২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে গিয়ে বাম হাতের আঙ্গুলে ব্যাথা পান। জস ইংলিসের বলে রিটার্ন ক্যাচ ধরতে গিয়েই এ ব্যাথা পান তিনি। বাংলাদেশ দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেন, যে ইনজুরি সৃষ্টি হয়েছে, সেটা থেকে সারতে অন্তত তিন সপ্তা সময় লেগে যাবে।

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়া মোস্তাফিজ হলেন তৃতীয় খেলোয়াড়। নাহিদ রানা ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহার করেন। সৌম্য সরকার ইনজুরির কারণে বাদ। এবার বাদ পড়লেন মোস্তাফিজ।

আইএইচএস/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।