দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন মুগ্ধ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২১ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মহসিন ক্লাব আয়োজিত আন্তর্জাতিক দাবা দিবস সেইলর চেকমেট ইন্টার স্কুল ইন্টারন্যাশনাল র্যাপিড রেটিং টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৮ বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন সাউথ পয়েন্ট স্কুলের রায়ান রশিদ মুগ্ধ ।

অনূর্ধ্ব-১৪ বিভাগে ৫.৫ পয়েন্ট পেয়ে সাউথ পয়েন্ট স্কুলের সাফায়েত কিবরিয়া আজান চ্যাম্পিয়ন হয়েছেন। অপরদিকে অনূর্ধ্ব-১০ বিভাগে নারায়ণগঞ্জ ফিলোসোফিয়া স্কুলের মোহাম্মদ মাবরুর রাদ ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপিলিয়ন গ্রুপের সিএসআর প্রধান নাজমুল আহসান, আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ ও চেসবাংলাদেশ.কম এর সম্পাদক মোরসালিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মেরিনা জাহান।

নারায়ণগঞ্জ মহসিন ক্লাবের ব্যবস্থাপনায় ও সেইলর এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতার ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ টুর্নামেন্টে জেলা ও জেলার বাইরের বিভিন্ন স্কুলের ৬০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

আরআই/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।