বিশ্বকাপে ভারতকে হারাতে পাকিস্তানের নতুন বিজ্ঞাপন (ভিডিও)
বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে পাঁচবার। প্রতিবারই হারের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। এবার বিশ্বকাপে ভারতকে হারাতে পাকিস্তানি খেলোয়াড়দের মনোবল বাড়ানোর জন্য নতুন এক বিজ্ঞাপন তৈরি করেছে ভারতের খেলার চ্যানেল স্টার স্পোর্টস।
পাকিস্তান কিংবদন্তি জহির আব্বাসও এবার বদলের সম্ভাবনাই দেখছেন। তিনি বলেন পাঁচ লড়াইয়ে প্রতিবারই ভারতের পরিচিতমুখ ছিলেন শচীন টেন্ডুলকার। সেই টেন্ডুলকারকে ছাড়া বিশ্বকাপে এবার প্রথম পাকিস্তানের মুখোমুখি ভারত। তা ছাড়া দলটি গত তিন মাসে অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের দেখা পায়নি একটি বারের জন্যও। আত্মবিশ্বাসের দিক থেকে একটু পিছিয়ে থাকা ধোনির দলকে তাই এবার হারানোর দারুণ এক সুযোগ আছে পাকিস্তানের সামনে।
পাকিস্তান যদি সত্যি ছন্দে থাকতে পারে, তবে ১৫ ফেব্রুয়ারি দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের পর পাকিস্তানি দর্শকদের দুই যুগের অপেক্ষা ফুরোতে পারে বলে বিশ্বাস করেন পাকিস্তানের কিংবদন্তি এই খেলোয়াড়।
এমআর/আরআইপি