ডিএসএ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রউফ আজিজ


প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৪ মে ২০১৫

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেরপুরে দাবা প্রতিযোগিতা-২০১৫ চ্যাম্পিয়ন হয়েছেন সদর উপজেলার আব্দুর রউফ আজিজ এবং রানার আপ হয়েছেন নকলার সোহেল রানা। চূড়ান্তপর্বে ৯ রাউন্ডের খেলায় সর্বোচ্চ ৭ পয়েন্ট অর্জন করে প্লে-অফ ম্যাচে সোহেল রানাকে পরাজিত করে রউফ আজিজ এবারের শিরাপা লাভ করেন। রোববার শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম সভাকক্ষে এবারের দাবা প্রতিযোগিতার শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী ১০ জন দাবাড়ুর মধ্যে সর্বোচ্চ পয়েন্টধারী প্রথম ৫ জন আগামী বছর চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবেন। চ্যাম্পিয়ন-রানারআপ ছাড়া অন্যরা হলেন, নকলার আমিরুল ইসলাম (সাড়ে ৬ পয়েন্ট), সদরের মাইনুদ্দিন পাশা (সাড়ে ৬ পয়েন্ট) ও নকলার আহসান হাবীব (সাড়ে ৫ পয়েন্ট)।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক মানিক দত্ত জানান, তিন সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এবারের দাবা প্রতিযোগিতায় জেলার ৩০ জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রাথমিক পর্বে ৭ রাউন্ড সুইস লীগ পদ্ধতির খেলা শেষে চূড়ান্ত পর্বে ১০ জনকে নিয়ে রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়।    

হাকিম বাবুল/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।