স্বর্ণকন্যা মাবিয়ার পছন্দ খিচুড়ি-মাংস, প্রিয়ার কাচ্চি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৪ মে ২০২১

রাজধানী ঢাকায় পরিবারের সঙ্গেই ঈদ উদযাপন করছেন ভারোত্তলক মাবিয়া আক্তার সীমান্ত ও কারাতেকা মারজান আক্তার প্রিয়া। পরপর দুটি সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী মাবিয়া খিলগাঁয়ে এবং সর্বশেষ এসএ গেমসে স্বর্ণজয়ী প্রিয়া শান্তিনগরে ঈদ করছেন।

টানা দুই এসএ গেমসে স্বর্ণ জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া মাদারীপুরের মাবিয়া আক্তারের পরিবার অনেক দিন ধরেই বসবাস করছে খিলগাঁয়ে। নানাদের বাসাও কাছাকাছি। সবাই এক এলাকায় বসবাস করায় বাবা-মা, ভাই বোন, মামা এবং ফুপাতো ভাইদের নিয়ে এক সঙ্গেই ঈদের আনন্দ উপভোগ করছেন মাবিয়া।

শান্তিনগরের বাসায় মারজান আক্তার প্রিয়ার ঈদের দিন কাটছে বাবা-মা এবং দুই ভাইকে নিয়ে। করোনার কারণে কোথাও না যাওয়ার ইচ্ছেই আছে প্রিয়ার। যাদের বাসায় দাওয়াত দিয়েছেন তাদের অনেকে আসবে না একই কারণে। তাই প্রিয়াদের ঈদটা বলতে গেলে ঘরোয়া পরিবেশেই পালন হচ্ছে।

রান্না করেন? ‘রান্না করতে পারি। তবে ইচ্ছা হলে করি, ইচ্ছা না হলে করি না। আমার পছন্দের খাবার গরুর কাবাব, কালোভূনা। সকালে খিচুড়ির সঙ্গে গরুর মাংস। এটা থাকতেই হয় ঈদের সকালে। ২০ রোজায় আমি চিকেন বল তৈরি করে রেখে দিয়েছিলাম। সেগুলো ঈদে খাবো’- ঈদ উদযাপন সম্পর্কে বলছিলেন মাবিয়া।

করোনার কারণে তো অনেকেই শপিংয়ে যায়নি। আপনি করেছেন? মাবিয়ার জবাব, ‘না। এবার যাইনি, আগেরগুলো দিয়ে চলবে। আমার কাছে আসলে ড্রেসটা স্পেশাল না, ঈদটাই স্পেশাল।’

অন্যদিকে মারজান আক্তার প্রিয়া বললেন তার রান্নার অভ্যাস কম, ‘রান্না বেশি করা হয় না। আমার আগ্রহও কম। মা করতেও দেননা। মাকে একটু সাহায্য করি এই যা। যা খেতে ইচ্ছে করে মাকে সেগুলো তৈরি করতে বায়না ধরি, মা করে দেন। আমার প্রিয় খাবার কাচ্চি বিরিয়ানি। সেটা অবশ্যই খাসীর কাচ্চি।’

ঈদ উপলক্ষ্যে একদমও কি বের হবেন না? ‘কোনোা ইচ্ছা নেই। তবে বিকেলে বন্ধুদের বাসায় ছোট একটা প্লান আছে। তাও নিশ্চিত নয়’- ঈদ উদযাপনের মধ্যেই বলছিলেন মারজান আক্তার প্রিয়া।

আরআই/এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।