নাইমুর রহমান দুর্জয় করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬:৪৮ এএম, ১৮ জানুয়ারি ২০২২
এ এম নাইমুর রহমান দুর্জয়/ফাইল ছবি

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এ এম নাইমুর রহমান দুর্জয় করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্জয় নিজেই।

নাইমুর রহমান দুর্জয় জানান, কয়েকদিন ধরে তিনি জ্বর, মাথা ব্যথা ও শরীর ব্যথায় ভুগছিলেন। শুক্রবার (১৪ জানুয়ারি) তিনি করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। বর্তমামে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় হোম কোয়ারেন্টিনে আছেন।

তার শারীরিক অবস্থা ভালো। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তিনি।

অন্যদিকে, দুর্জয়ের করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মী ও তার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) সুস্থতা কামনা করে নানা ধরনের পোস্ট দিচ্ছেন। রোগমুক্তি কামনায় তার নির্বাচনী এলাকার অনেক স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলেও জানা গেছে।

বি.এম খোরশেদ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।