‘মেলায় প্রতিবন্ধীদের সঙ্গী ওরা’
“ওদের মনে অদম্য শক্তি। বেঁচে থাকার বাসনা আরো তীব্র। মানুষের একটু ভালোবাসা পেলেই ওরা আপ্লুত হয়ে ওঠে। সেই ভালোবাসা দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। প্রাণের মেলায় ওদের সঙ্গ দিতে পেরেও আমরাও গর্বিত।” -বৃহস্পতিবার জাগো নিউজের কাছে কথাগুলো বলছিলেন অমর একুশে বইমেলায় প্রতিবন্ধী দর্শনার্থীদের সহায়তাকারী সেচ্চাসেবী সংগঠন ‘সুইচ’-এর কো- ফাউন্ডার ও সেক্রেটারি মঈনুল ফয়সাল।
মেলার দ্বিতীয় দিন (মঙ্গলবার) থেকে শারীরিক প্রতিবন্ধী দর্শনার্থীর চলাফেরার সুবিধার্থে ‘সুইচ’-এর পক্ষ থেকে হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। বইমেলার দুই প্রান্ত টিএসসি এবং দোয়েল চত্বরে পাঁচটি করে মোট দশটি হুইল চেয়ারে করে সেবা দিচ্ছে এ সংগঠনের কর্মীরা।
টিএসসি মোড়ে জাগো নিউজের সঙ্গে কথা হয় মঈনুল ফয়সালের। তিনি বলেন, “মেলায় ভিড়ের কারণে শারীরিক প্রতিবন্ধীরা বড় অসহায় বোধ করে। যাকে সঙ্গে নিয়ে আসেন, তার জন্যও বিব্রতকর। এই দিক বিবেচনা করেই আমরা এবার প্রতিবন্ধীদের হুইল চেয়ারে করে মেলা ঘুরিয়ে দেখানোর উদ্যোগ নিয়েছি।”
তিনি আরো বলেন, আমাদের কর্মীরা মেলার আদ্যোপান্তে অবগত। প্রতিবন্ধীরা যেখানে যেতে চাইবে সেখানেই নিয়ে যাবে। গত দুই দিনে বেশ কয়েকজন প্রতিবন্ধীকে মেলা ঘুরিয়ে দেখানো হয়েছে।
বাংলা একাডেমি এক্ষেত্রে বিশেষ সহযোগিতা করছে বলেও উল্লেখ করেন ‘সুইচ’-এর কো- ফাউন্ডার ও সেক্রেটারি।
উল্লেখ্য, ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং ঢামেক-এর শিক্ষার্থীদের সমস্বয়ে প্রতিষ্ঠা পাওয়া ‘সুইচ’ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে।
এএসএস/এমএইচ/আরএস/পিআর