জাকিরে মুগ্ধ অধিনায়ক মিরাজ


প্রকাশিত: ০২:০৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

লিনকনের স্মৃতি যেন আবারো ফিরে আসছিল বাংলাদেশের জুনিয়র টাইগারদের সামনে। ২০০২ সালে নেপালের দেয়া ১৮১ রান তাড়া করতে গিয়ে ২৩ রানে হেরে গিয়েছিল আশরাফুল-আফতাবরা। এবার ৯৮ রানের দলের সেরা চার ব্যাটসম্যান সাজঘরে।  এ সময় অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে দারুণ এক ইনিংস খেললেন জাকির হাসান। তার সাবলীল ইনিংসে ভর করে প্রথম বারের মত সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ। ম্যাচ শেষে তাই অধিনায়কের উচ্ছ্বসিত প্রশংসাই পেলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকির প্রসঙ্গে মিরাজ বলেন, ‘জাকির অবিশ্বাস্য খেলেছে। আমার কাছে খুব ভালো লেগেছে, জাকির অনেক দিন পর রানে ফিরেই খুব ভালো ইনিংস খেলেছে। দলের জন্য খুব প্রয়োজনীয় সময়ে এরকম একটা ইনিংস খেললো। দলের খুব দরকার ছিল এটা। আমি যখন উইকেটে যাই, অবশ্যই একটু চাপ ছিল; কিন্তু জাকিরই আমাকে বলেছিল যে আমরা শুধু সিঙ্গেল খেলব, স্ট্রাইক রোটেট করব। চার-ছয়ের জন্য যাব না। ওর কথা খুব কাজে লেগেছে।’

এদিন পাঁচ নম্বরে নেমে ৭৫ রানেরহার না মানা এক ইনিংস খেলেন জাকির। এই রান করতে বল মোকাবেলা করেন ৭৭টি। তার এ ইনিংসটি ছিল ৫টি চার এবং ১টি ছক্কা সমৃদ্ধ। অধিনায়ককে নিয়ে ১২১ বলে ১১৭ রানের দুর্দান্ত এক জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।