নিজেদের মাটিতেই ভারতের এ অবস্থা!


প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

রোহিত শর্মা ০, শিখর ধাওয়ান ৯, আজিঙ্কা রাহানে ৪। এগুলো কোনো সাংকেতিক নম্বর নয়। শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের রানসংখ্যা।

অস্ট্রেলিয়ার মাটিতে খোদ অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে এসেছিল মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড কোং। সেই দলটিই কি-না নিজেদের মাটিতে শ্রীলংকার মতো খর্ব শক্তির একটি দলের সামনে একেবারে নতজানু অবস্থায়। পুনের মহারষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১০১ রানেই অলআউট হয়ে গেলো স্বাগতিক ভারত। শেষ দিকে এসে রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত ৩১ রান না করলে তো আরও লজ্জায় ডুবতে হতো ভারতকে।

টস জিতেছিলেন শ্রীলংকার অধিনায়ক দিনেশ চান্ডিমাল। তিনি ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান মহেন্দ্র সিং ধোনিকে। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই অভিষিক্ত কাসুন রাজিথার অসাধারণ পেস তোপের মুখে পড়ে ভারত। প্রথম ওভারেই হারাতে হয় রোহিত শর্মা আর আজিঙ্কা রাহানের উইকেট। পঞ্চম ওভারে এসে হারাতে হয় শিখর ধাওয়ানকেও।

৫ রানে ২ উইকেট, ৩২ রানে তিন উইকেট পড়ার পর উইকটে ধরার চেষ্টা করেন সুরেশ রায়না এবং যুবরাজ সিং। কিন্তু ৯ম ওভারে দলীয় ৪৯ রানে রায়নার উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে ভারত। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ভারতের। ধোনি, যুবরাজ, হার্দিক পান্ডে, জাদেজা, নেহরা এবং বুমরাহ আউট হয়ে গেলে ১৮.৫ ওভারেই ১০১ রানে অলআউট হয়ে যায় ভারত। ততক্ষণে একপ্রান্ত আগলে দাঁড়িয়ে রয়েছেন অশ্বিন। তিনি করেন ২৪ বলে ৩১ রান।
 
লংকান বোলারদের মধ্যে কাসুন রাজিথা এবং দাসুন শানাকা নেন ৩টি করে উইকেট। দুষমন্তে চিমারা নেন ২টি এবং সচিত্র সেনানায়েকে নেন ১টি উইকেট।

তবে জবাবে ব্যাট করতে নেমে বিপদে শ্রীলংকাও। দলীয় ৪ রানেই তারা হারায় অভিষিক্ত ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলাকে। এ রিপোর্ট লেখার সময় শ্রীলংকার রান ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২০ রান। উইকেটে রয়েছেন দিনেশ চান্ডিমাল এবং দানুষ্কা গুনাথিকালা।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।