বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

দীর্ঘ ৯ বছর পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়টি উল্লেখ করে শেষ পর্যন্ত বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তবে ভবিষ্যতে বাংলাদেশে এসে ক্রিকেট খেলবে  অস্ট্রেলিয়া বলে আশা প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রদূত গ্রেগ উইলকক। এ জন্য দু’পক্ষকে একত্রে কাজ চালিয়ে যেতে হবে বলে মনে করেন তিনি। চট্টগ্রামে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন গ্রেগ।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগ উইলকক বলেন, `আমার মনে হয় বাংলাদেশে ক্রিকেট খেলতে সবাই আগ্রহী। তাছাড়া ক্রিকেট প্রেমী জাতি হিসেবে পুরো বিশ্ব জুড়ে বাংলাদেশের সুনাম রয়েছে। আমি বিশ্বাস করি ক্রিকেটের উন্নয়নে আমরা যদি একত্রে কাজ করতে পারি, তাহলে অস্ট্রেলিয়া অবশ্যই বাংলাদেশে খেলতে আসবে।`

এদিকে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।