দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা


প্রকাশিত: ০৬:৩০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

অভিজ্ঞ পেসার ডেল স্টেইনকে রেখেই ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। দলে ফিরছেন ডেল স্টেইন। আর দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ডু প্লেসির কাঁধে।

ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার সর্বশেষ ৮ টেস্টের ৬টিতেই খেলতে পারেননি ডেল স্টেইন। শুরুতে কুঁচকির চোট থাকলেও পরবর্তীতে যোগ হয় কাঁধের ইনজুরিও। কিন্তু ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বিশ্বাস বিশ্বকাপে জ্বলে উঠবেন ডেল স্টেইন। দলের ফাস্ট বোলার হিসেবে আরও আছেন কাগিসো রাবাদা ও কাইল অ্যাবোট। এছাড়া পেসার কাম ব্যাটসম্যান হিসেবে রয়েছেন ক্রিস মরিস ও ডেভিড উইসে। তবে বাদ পড়েছেন মরনে মরকেল ও অ্যালবি মরকেল।

দক্ষিণ আফ্রিকা দল:
ফাফ ডু প্লেসি (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, অ্যারন পাহানগিসো, কাগিসো রাবাদা, রিলে রুশো, ডেল স্টেইন, ডেভিড উইসিস।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।