সাকিবের বিপক্ষে ব্যাট করছেন তামিম


প্রকাশিত: ১১:৫৩ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

পাকিস্তান সুপার লিগে (পিএসএল)শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়ে গেলেন বাংলাদেশের দুই সেরা তারকা তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টায় টস করতে নামলেন দুই তারকার দুই অধিনায়ক শোয়েব মালিক এবং শহিদ আফ্রিদি। টস জিতে অবশ্য পেশোয়ার জালমির অধিনায়ক আফ্রিদি ব্যাট করারই সিদ্ধান্ত নিলেন।

এই ম্যাচে তামিমের সরাসরি প্রতিপক্ষ হতে পারতেন মুশফিকুর রহিমও। করাচি কিংসে সাকিব আল হাসানের সতীর্থ মুশফিক। কিন্তু টানা চতুর্থ ম্যাচেও সাইডলাইনে বসে থাকতে হচ্ছে বাংলাদেশের উইকেটরক্ষককে। বিদেশী কোটায় অন্য চারজনকে নিয়ে ফেলার কারণে মুশফিকের আর সেরা একাদশে ঢোকা হচ্ছে না। পরিবর্তে করাচি কিংসের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন শফিউল্লাহ বাঙ্গাস।

টস জিতে ব্যাট করতে নেমে অবশ্য এখনও পর্যন্ত তামিম ইকবাল স্ট্রাইকই পাচ্ছেন না। এ রিপোর্ট লেখা পর্যন্ত ম্যাচের তিন ওভার পার হয়ে গেছে। তামিম মুখোমুখি হয়েছেন ৬ বলের। রান করেছেন ৭টি। একটি বাউন্ডারি রয়েছে তাতে। বাকি বলগুলো মোকাবেলা করেছেন মোহাম্মদ হাফিজ। রান করেছেন ২২।

এ রিপোর্ট লেখার সময় পেশোয়ার জালমির রান ৩.২ ওভার শেষে ২৯। ৩ ম্যাচে করাচি কিংসের অর্জন ২ পয়েন্ট। আর পেশোয়ার জালমির অর্জন ৪ পয়েন্ট।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।