যে ভুলে ফাইনাল খেলা হলো না যুবা টাইগারদের
স্বপ্নের কাছাকাছি পৌঁছে সেমিফাইনাল খেলাটাই স্বান্তনা হয়ে থাকল যুব টাইগারদের। ইতিহাস রচনা করে প্রথমবারের মত সেই অর্জনকে আরেকটু রাঙ্গিয়ে দিতে পারলো না মিরাজ বাহিনী। বৃহস্পতিবার ৮ বল বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের।
তবে এই হারের পিছনে কিছু ভুল সিদ্ধান্তকেই দায়ী করছে ক্রিকেট বোদ্ধারা। আর এই ভুলগুলো হল :
শুরুতেই টস জিতে যে সুযোগটা পেয়েছিল, ভুল সিদ্ধান্তের কারণে সেই সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ অনুর্ধ-১৯ জাতীয় ক্রিকেট দল। ঘন কুয়াশার মধ্যে প্রথমে ব্যাটিং নেয়াটা যে স্বাগতিক দলের ভুল সিদ্ধান্ত ছিল সেটি প্রমাণে খুব বেশি সময় লাগেনি। ক্যারিবীয় যুবাদের বোলিং তোপে পড়ে সংগ্রহ চওড়া হবার আগেই সাজঘরে ফিরতে হয়েছে যুব টাইগারদের। মাত্র ১১৩ রানে ৫ উইকেট হারিয়ে বসা দলটি শেষ পর্যন্ত লড়াই করার সামান্য পুঁজি লাভ করেছে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের হাফ সেঞ্চুরিতে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরু থেকেই দারুণভাবে ব্যর্থ হয়ে আসছিল বাংলাদেশ দলের উদ্বোধনী জুটি। গ্রুপপর্ব ও কোয়ার্টার ফাইনাল পার হওয়ার পরও সেই একই সমস্যা রয়ে গেল বাংলাদেশ দলের।
‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’- এই আপ্তবাক্যটাকে আবারও সত্যে পরিণত করলেন বাংলাদেশের তরুণ টাইগাররা। দু’দুটি ক্যাচ মিসই যুব বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে উঠতে দিল না বাংলাদেশকে। চতুর্থ ওভারেই মিস হয়েছিল ১৫ বলে ২৫ রানে থাকা গিডরন পোপের। তবে তার ক্যাচ মিসটা যতটা না, তার চেয়ে বেশি ভুগিয়েছে শ্যামার স্প্রিঙ্গারের ক্যাচ মিস। ৩৪তম ওভারের চতুর্থ বলে মাত্র ১৫ রানে থাকা স্প্রিঙ্গারের রিটার্ন ক্যাচটা যদি তালুতে ধরে রাখতে পারতেন সাইফুদ্দিন, তাহলে নিশ্চিত স্বপ্নের ফাইনালে ভারতের সঙ্গী হতো বাংলাদেশই।
এমআর/এমএস