সিপিএলে গেইলের দলে খেলবেন সাকিব


প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াহস দলের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই বাংলাদেশ টাইগারের সঙ্গে একই দলে আরো রয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইল ও শ্রীলঙ্কার ব্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।

এক লাখ ১০ হাজার ডলার পারিশ্রমিকে সাকিবকে দলে নিয়েছে জ্যামাইকা। গেইল পাচ্ছেন এক লাখ ৬০ হাজার ডলার, সাঙ্গাকারা এক লাখ ৩০ হাজার ডলার। ৯০ হাজার ডলারে একই দলে আছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

এছাড়াও জ্যামাইকায় সাকিব সতীর্থ হিসেবে পাবেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও পাকিস্তানের ইমাদ ওয়াসিমকে। সিপিএলের এবারের আসরে ক্রিকেটারদের সম্ভাব্য তালিকায় ছিলেন আরও ৬ বাংলাদেশি।

তার হলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। কিন্তু দল পাননি তারা।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রথম সিপিএলে বারবাডেজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন সাকিব। পরেরবারও খেলার কথা ছিল, কিন্তু বোর্ডের এনওসি সংক্রান্ত ঝামেলায় খেলতে পারেননি। আসছে জুলাইয়ে হওয়ার কথা এবারের সিপিএল।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।