শাহজালালে ছয় ঘণ্টায় ১২টি ফ্লাইট বিলম্ব
ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট উঠানামা করতে পারছে না। এদিন সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ১২টি ফ্লাইট সময়মতো উঠানামা করতে পারেনি।
বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে ৩০ মিনিট থেকে প্রায় ৩ ঘণ্টা ৪০ মিনিট পর্যন্ত ফ্লাইট দেরিতে উঠানামা করেছে। শাহজালাল বিমানবন্দর থেকে দেরিতে ছেড়ে যাওয়া এয়ারলাইন্সগুলো হলো, ইস্তাম্বুলগামী টার্কিশ এয়ারলাইন্স, দুবাইগামী অ্যামিরেটস এয়ারলাইন্স, দিল্লীগামী জেট এয়ারওয়েজ, দিল্লীগামী ইতিহাদ এয়ারওয়েজ।
শাহজালালে দেরিতে অবতরণ করা ফ্লাইটগুলো হলো, দুবাইয়ের অ্যামিরেটস এয়ারলাইন্স, সিলেট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারওয়েজ, দুবাইয়ের ফ্লাই দুবাই, শারজাহ থেকে আগত এয়ার এরাবিয়ার ফ্লাইট, কোলকাতার জেট এয়ারওয়েজ, কোলকাতার ইতিহাদ এয়ারওয়েজ, গুয়াঞ্জু থেকে আসা চায়না সাউদার্ন, কুয়ালালামপুর থেকে আগত মালয়েশিয়ান এয়ারওয়েজ।
এআর/এমজেড/এমএস