হবিগঞ্জে গুলিবিদ্ধ অপহরণকারী গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুর বাজারের ব্যবসায়ী বলাই মোদকের ছেলে স্কুলছাত্র অন্তর মোদককে অপহরণের চার দিন পর উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী চক্রের সদস্য ইকরাম মির্জাকে (২৮) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও অন্তরের মা-বাবা জানান, ১০ ফেব্রুয়ারি বিকেলে অন্তর মোদক বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এরপর ১১ ফেব্রুয়ারি রাতে একটি মোবাইল ফোন থেকে অন্তরের বাবার মোবাইলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্র।
এসময় ছেলেকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। শনিবার সকালে পুলিশ মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে অপহরণকারীদের সঙ্গে কথা বলে। এরপর তাদের দাবিকৃত টাকা নিয়ে থানার এসআই মমিনুল ইসলাম বাবা সেজে অন্তরের মা শিপ্রা মোদককে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় যান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্র অন্তরকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় ইকরাম পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়।
এরপর তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ইকরাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের কায়কোবাদের ছেলে। ইকরামের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ দুপুরে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় সিলেটগামী একটি বাসে তল্লাশি চালিয়ে অন্তরকে উদ্ধার করে।
অন্তর পুলিশকে জানায় ১০ ফেব্রুয়ারি বিকেলে এক অপহরণকারী মাধবপুর বাজার থেকে মোটরসাইকেলে করে তাকে তুলে নিয়ে আসে। এরপর তাকে একটি অন্ধকার ঘরে রেখে মোবাইল ফোনে মা-বাবার কাছে পাঁচ লাখ টাকা চাইতে বলে। টাকা না চাইলে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে মারধর করা হয়।
এ ব্যাপারে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, অন্তরের জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/আরআইপি