ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

টাঙ্গাইলে এক স্কুলছাত্রী ধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। সোমবার সন্ধ্যায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মধুপুর উপজেলার পূর্ব জটাবাড়ি গ্রামের লাবলু মিয়া ও জুলহাস উদ্দিন। মামলার অপর দুই আসামি সিফাত ও নাজিম বেকসুর খালাস পেয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৫ মে সন্ধ্যা ৭টার দিকে মধুপুর উপজেলার টেঙ্গরী গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রবেশ করে আসামিরা। এসময় তারা কয়েকজন তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে।

এ ব্যাপারে মধুপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলাটি তদন্তের পর্যায়ে ডিএনএ টেস্টে দণ্ডিতদের একজনের মাধ্যমে মেয়েটি গর্ভবতী হয় বলে প্রমাণ পাওয়া যায়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি একেএম নাসিমুল আক্তার এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন একেএম শামীমুল আক্তার।

এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।