শিশু নির্যাতনের বিরুদ্ধে মুখ খুললেন মুশফিক


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

শিশুকে নির্যাতন করে মেরে ফেলার মতো বড় অপরাধ আর হয় না। শিশু নির্যাতন নিয়ে বরাবরই সোচ্চার টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে শিশুদের শোকে এবার মুখ খুললেন তিনি।   

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় ক্রিকেট দলের এই টেস্ট অধিনায়ক। লিখেছেন, ‘আমরা কি জীবনেও বদলাবনা? এসবের শেষ কবে? আমাদের মানবতা কোথায় হারিয়ে গেল? শিশু নির্যাতন কোন ভাবেই মেনে নেয়া যায় না...

musfik
দিন দুয়েক আগের ঘটনা। হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চারটি শিশুকে মেরে বালুচাপা দিয়ে রাখা  বিস্ময়ে, শোকে স্তব্ধ পুরো গ্রামের মানুষ, গোটা দেশেরও।  এবার এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানালেন মুশফিক।  

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।