বইমেলায় মাসুদুজ্জামানের দুটি বই
কবি ও প্রাবন্ধিক মাসুদুজ্জামানের এবার প্রকাশিত হয়েছে দুটি বই। একটি কবিতার – ‘মনপুঁথি’, অন্যটি প্রবন্ধের – ‘বাংলাদেশের সাহিত্যপাঠ : রাষ্ট্র রাইফেল ও ব্যক্তিমানুষের বয়ান’। উল্লেখ্য, অনেক দিন পর কবিতায় ফিরেছেন মাসুদুজ্জামান। গত বইমেলায় তার বেরিয়েছিল ‘নভোনীল সেই মেয়ে’ নামের একটা কাব্যগ্রন্থ। এবার প্রকাশিত হলো ‘মনপুঁথি’। এই বইতে আছে ৬৯টি কবিতা। আত্মগত প্রেম থেকে সমকালের নানা অনুষঙ্গ উপজীব্য হয়েছে বইটির বিভিন্ন কবিতায়। একজন কবির প্রধান যে বৈশিষ্ট্য, অর্থাৎ নিজস্ব একটা ভাষাভঙ্গি আছে মাসুদুজ্জামানের। ভাবচ্ছবি বা চিত্রকল্প নির্মাণেও দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। বইটির কবিতাগুলি পাঠকদের ভালো লাগবে নিঃসন্দেহে। বইমেলায় চৈতন্য-র ১৫৬ নম্বর স্টল এবং লিটিলম্যাগ চত্বরের চৈতন্যের ৫২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
মাসুদুজ্জামানের প্রবন্ধের বইটিও নানা কারণে উল্লেখযোগ্য। জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের আবির্ভাব আর বিকাশের পটভূমিতে বাংলাদেশের সাহিত্যের গতিপ্রকৃতি কেমন দাঁড়িয়েছে, রয়েছে তারই বিশ্লেষণ। ব্যক্তিমানুষের বিপন্ন জীবনের কথা কীভাবে বাংলাদেশের কথাসাহিত্যে ও কবিতায় মূর্ত হয়েছে, এই বইটিতে জাতিরাষ্ট্র, বিশ্বায়ন আর উত্তর-উপনিবেশবাদের তাত্ত্বিক পটভূমিতে পাওয়া যাবে তার বয়ান। বইটিতে স্থান পেয়েছে ২১টি প্রবন্ধ। বইটির অন্যপ্রকাশের স্টলে পাওয়া যাচ্ছে। মাসুদুজ্জামানের দুটি বইয়েরই প্রচ্ছদ এঁকেছেন নির্ঝর নৈঃশব্দ্য।
এইচএন/পিআর