ইউপি নির্বাচনে ঢালাও অভিযোগ আমলে নেয়া হবে না
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনো প্রার্থী বা দলের বিরুদ্ধে অন্যের ঢালাও অভিযোগ গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।
সচিব বলেন, “ঢালাওভাবে অভিযোগ দিলে তার ব্যবস্থা নেয়া সম্ভব হবে না। নির্দিষ্ট অভিযোগ দিতে হবে, কখন, কে, কোথায় অপরাধ করেছে তা জানাতে হবে। তখন আমরা ব্যবস্থা নেব।”
ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে অভিযোগ উঠেছে, তাদের সম্ভাব্য প্রার্থীদের ভয়ভীতি, হয়রানি করে ঘর ছাড়া করা হচ্ছে। এমন দাবির বিষয়ে ইসি সচিব বলেন, “এটি আইন-শৃঙ্খলার বিষয়। সুনির্দিষ্ট অভিযোগ সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলাবাহিনীকে জানালে তারা বিষয়টি দেখবেন।”
এক প্রশ্নের জবাবে সিরাজুল ইসলাম জানান, ইসির কাছে সবাই সমান সুযোগ পাবে। এ নিয়ে তদারকি করার জন্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তারা কাজ করছেন। আমাদের কাছে দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী সবাই সমান। সবার এক পরিচয় তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এক্ষেত্রে সবার প্রতি সমান আচরণ করা হবে।
দলীয় নির্বাচন জোটগতভাবে প্রার্থী দিলেও এক দলের প্রতীক অন্য দলের প্রার্থীর ব্যবহারের সুযোগ নেই বলে জানান সচিব। তিনি বলেন, স্থানীয় নির্বাচনে দলগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, জোটগতভাবে কাজ করতে পারে। এ নিয়ে ইসির করার কিছু নেই। জোটে বাধা নেই, তবে দলীয় প্রার্থী দলীয় প্রতীক পাবে।”
তিনি বলেন, এ নির্বাচনে কোনো প্রার্থী দলীয় সমর্থন না পেলে সে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন বলেও জানান ইসি সচিব। গত পৌর নির্বাচনের মতো এবারও একইভাবে ইউপিতে প্রতীক পাবে দলগুলো।
উল্লেখ্য, ২২ মার্চ প্রথম ধাপে ৭৩৯টি ইউপিতে ভোট হবে। প্রথমবারের মতো দলীয়ভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে দলীয় ও সদস্য পদে নির্দলীয় ভোট হচ্ছে। সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার পর ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বাছাই এবং ২ মার্চ প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
এইচএস/এসকেডি/আরআইপি