দ্রুতগতিতে বাড়ছে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা


প্রকাশিত: ০৭:২১ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গত দুই হাজার ৮০০ বছরের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে। মনুষ্যসৃষ্ট বৈশ্বিক উষ্ণতার কারণেই কয়েক দফায় এ উচ্চতা বৃদ্ধি পেয়েছে। বিশ্বের দুই ডজনের বেশি এলাকা পর্যবেক্ষণের পর বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

বিজ্ঞানীরা একটি প্রতিবেদনে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও অবনমন নিয়ে একটি চিত্র তুলে ধরেছেন। সেখানে বলা হয়েছে, ১৮৮০ সাল ও শিল্প বিপ্লব পর্যন্ত প্রতি শতকে বিশ্বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সর্বোচ্চ রেকর্ড ৩ থেকে ৪ সেন্টিমিটার ছিল।

এছাড়া একই সময়ে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দুই হাজার বছরের মধ্যে ৭ দশমিক ৬২ সেন্টিমিটারের ওপরে কিংবা নিচে ছিল না। তবে বিশ শতাব্দীতে এসে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১৪ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

সোমবার ন্যাশনাল একাডেমি অব সায়েন্স সহ অন্য আরেকটি জার্নালে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ১৯৯৩ সাল পর্যন্ত সমৃদ্রপৃষ্ঠের উচ্চতা ৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। তবে শিল্প-কারখানা ও যানবাহনের গ্যাস নিঃসরণের ওপর ভিত্তি করে ২১০০ সালের মধ্যে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৮ সেন্টিমিটার থেকে ১৩১ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে।  

গবেষক দলের প্রধান বব কপ বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে এতে কোনো প্রশ্ন নেই। বিংশ শতাব্দীতে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ফলে তাপমাত্রা বৃদ্ধিই এর কারণ।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।