বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর ভিয়েনা


প্রকাশিত: ১০:২৯ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

এবছরও জীবন-যাপনের মানের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। আর এ তালিকায় সবার নিচে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান মার্সারের ‘এইটিনথ কোয়ালিটি অব লাইফ র‌্যাংকিং’ শীর্ষক তালিকায় এ তথ্য উঠে এসেছে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বরাবরের মতো সবচেয়ে বসবাসযোগ্য শহর নির্বাচিত হয়েছে ভিয়েনা। এ তালিকার শীর্ষ ৩৫ শহরেও নেই নিউ ইয়র্ক, প্যারিস এবং লণ্ডনের মতো শহর।

তবে বসবাসযোগ্য শীর্ষ ১০ শহরে জার্মানির একাধিক শহরের নাম উঠে এসেছে। ভিয়েনার পরপরই রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ শহর। এর পরই রয়েছে জার্মানির মিউনিখ, ডুসেলডর্ফ এবং ফ্রাংকফুর্ট। এছাড়া ইউরোপের বাইরের দুটি শহর অস্ট্রেলিয়ার সিডনি এবং ভ্যানকুভারও শীর্ষ দশে রয়েছে।

সামাজিক ও আর্থিক, স্বাস্থ্য, শিক্ষা, আবাসনসহ পরিবেশ বিবেচনা করে বসবাসযোগ্য শহরের তালিকা তৈরি করেছে মার্সার। এছাড়া এসব শহরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কর্মীদের কী পরিমাণ মজুরি দেওয়া হয় সে বিষয়গুলোও এতে বিবেচনা করা হয়েছে।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।