ফখরুলের ব্যাখ্যা মামলা কেন তালিকায় ছিল না : প্রধান বিচারপতি


প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের ব্যাখ্যা সংক্রান্ত মামলাটি কেন মঙ্গলবার আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হলো না তা তদন্তের নিদের্শ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা

মঙ্গলবার আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেলকে ডেকে নিয়ে তিনি এ তদন্তের নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে।

ফখরুলের ব্যাখ্যা সংক্রান্ত হলফনামা আইনজীবীর মাধ্যমে স্বাক্ষর না করায় ২২ ফেব্রুয়ারি সোমবার তা গ্রহণ করেননি আপিল বিভাগ। প্রধান বিচারপতি সোমবার বলেছেন, ‘আইনজীবী নয় হলফনামায় তাকেই (ফখরুল) স্বাক্ষর করতে হবে। এ সময় ফখরুলের আইনজীবী সময় চাইলে আদালত তা মঞ্জুর করে মঙ্গলবার দিন ধার্য করেন। কিন্তু আপিল বিভাগের আজকের কার্য তালিকায় অন্তর্ভুক্ত ছিল না এই মামলাটি। তাই কেন মামলাটি কার্য-তালিকায় আসেনি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (বিষয়টি) তদন্ত করার নির্দেশ দেন।

গত ১৮ ফেব্রুয়ারি এ ব্যাখ্যা চান আপিল বিভাগ। ওইদিন মির্জা ফখরুলের জামিন বিষয়ক শুনানি চলাকালে তাকে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। গত ৭ ফেব্রুয়ারি ফখরুল সিলেটে বিএনপির সম্মেলনে দেয়া তার এক বক্তৃতায় বলেন, ‘সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’ এ বক্তব্যের বিষয়ে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে আদালত সূত্র জানায়।

এফএইচ/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।