বই শুকাতেই দিন পার
অমর একুশে বইমেলার ২৪তম দিনটি ছিল প্রকাশকদের জন্য হতাশার দিন। ঝড় আর শিলা বৃষ্টিতে বই ভিজে একেবারেই একাকার। বাংলা একাডেমি কর্তৃপক্ষও পানি নিষ্কাশনে দিনটি পার করেছেন। বিকেল ৫টা ৪০ মিনিটে কিছুক্ষণের জন্য মেলা শুরু হলেও ৫০ মিনিট পর আবার সাড়ে ৬টায় বন্ধ হয়ে যায়। ভিজে যাওয়া বই গতকাল (বুধবার) শুকাতেই দিতে পারেননি স্টল মালিকরা।
তাই বৃহস্পতিবার মেলায় প্রকাশকরা বই শুকাতে দিয়েছেন একটু আগেভাগেই। কিন্তু পুরো বিকেলজুড়ে স্টলগুলোর সামনে শুকাতে দেয়া বইগুলোই যেন স্টলে থাকা বইয়ের প্রদর্শনীর ভূমিকাই পালন করে। স্টলের সামনে সেগুলো প্লাস্টিকে শুকাতে দিয়েছেন প্রকাশকরা। কিছু শুকিয়ে যাওয়া বই স্টলে প্রর্দশনীর জন্য সাজিয়ে রাখলেও বোঝা যায় সেগুলো ভেজা বই।
বই শুকাতে দেয়া স্টলগুলোর মধ্যে রয়েছে, অবসর প্রকাশনী, ঢাকা কমিক্স, নওরোজ সাহিত্য ভাণ্ডার, বাঁধন পাবলিকেশন্স, মনন প্রকাশ, আলোঘর প্রকাশনা, বর্ষা দুপুর, জয়তী, রিদম প্রকাশনা সংস্থা, বর্ণায়ন, সংঘ প্রকাশ, মিজান পাবলিশার্সসহ বেশ কিছু প্রকাশনা।
বাঁধন পাবলিকেশন্সের প্রকাশক শেখ শাহানুর আলম শাহী জাগো নিউজকে বলেন, ‘আজ পর্দাও টানিনি যেন ভেতরে থাকা ভেজা বইগুলো শুকাতে পারে। স্টলের প্রায় ৩০০ বই ভিজে গেছে। এতে আমার প্রায় ৭০ থেকে ৭৫ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।’
এমএইচ/এসএইচএস/আরআইপি