বিটিভিতে অস্থায়ীদের নিয়মিত করার সুপারিশ


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) সচল রাখতে নতুন পদ সৃষ্টি করে অস্থায়ী ভিত্তিতে নিয়োজিতদের সৃজনকৃত পদে নিয়মিতকরণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটিতে কর্মরত ২৫৪ জন অস্থায়ী কর্মচারীর বেতন-ভাতা ও সম্মানী সামঞ্জস্যপূর্ণভাবে বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এবং সাইমুম সরওয়ার কমল অংশ নেন। তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ, প্রধান তথ্য অফিসার তছির আহম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে বিটিভি ও চ্যানেলটির চট্টগ্রাম কেন্দ্রের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের উপর আলোচনা হয়। এছাড়া বৈঠকে এফডিসির উন্নয়ন বিষয়েও আলোচনা করেন কমিটির সদস্যরা। কমিটি এফডিসি কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানটির উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে।
    
এইচএস/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।