টি-টোয়েন্টিকে বিদায়ের ইঙ্গিত মালিঙ্গার
মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার বিদায়ের পর এখনও স্বরুপে ফিরতে পারেনি শ্রীলঙ্কার ক্রিকেট। এরই মধ্যে এবার টি-টোয়েন্টিকে বিদায়ের ইঙ্গিত দিলেন লঙ্কানদের টি-টোয়েন্টি অধিনায়ক মালিঙ্গা। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ শেষে পরবর্তী সংবাদ সম্মেলনে এমনই ঈঙ্গিত দিলেন তিনি।
সংবাদ সম্মেলনে তার অবসরের কথা উঠতেই প্রশ্ন রাখা হয়, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই যেমন মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা অবসরের ঘোষণা দিয়েছিলেন, তেমন কিছুই কি করবেন মালিঙ্গা। হাসিমুখে মালিঙ্গার উত্তর, ‘হতেও পারে..’।
এর আগে তিনি বলেছিলেন, আমি এমন একটা পর্যায়ে আছি যেখান থেকে ক্রিকেট থেকে দীর্ঘ সময়ের জন্য বিরতিতে যাওয়া যায় না। আমি ১২ বছর যাবৎ ক্রিকেটে আছি। এবং আমার বয়স ৩২। তাই এখন যদি ইনজুরি কিংবা অন্য কোন কারণে ১ বছরের জন্য ক্রিকেটের বাইরে থাকি তাহলে সেটাই হতে পারে আমার ক্যারিয়ারের শেষ। কিন্তু আমি আমার দেশের জন্য খেলে যেতে চাই। গত কয়েক মাস কিংবা বছর ধরে আমি কঠিন সময় পার করছি। আমি মনে করি না যে ইনজুরি থেকে পুরোপুরি মুক্ত হতে পারবো। কিন্তু ভবিষ্যতে সেটা মানিয়ে নেয়ার চেষ্টা করবো।
আমি জানি না কত মাস কিংবা বছর খেলা চালিয়ে যেতে পারবো। যতদিন সম্ভব আমি চেষ্টা করবো আমার দেশ কিংবা আইপিএলে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলতে।
এমআর/এবিএস